যশোরের মণিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়নের ফকিররাস্তা, হাসাডাঙা সহ আশেপাশের গ্রামের শতশত মানুষ প্রতিবছরই বৃষ্টি ও অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করে আসছে। এ বছরও ভারী বর্ষণে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
উল্লেখ্য, ২০১৭/১৮ সালের স্মরণকালের এক ভয়াবহ বন্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কেও হাঁটু পানি জমে গিয়েছিল। সেই সময়ের মতোই এবছরও ফকিররাস্তা ও হাসাডাঙা এলাকায় বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা।
এ অবস্থায় সোমবার (২৮ জুলাই) পানিবন্দী এলাকা পরিদর্শনে যান মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী জননেতা এড. শহীদ মোঃ ইকবাল হোসেন।
তিনি সরেজমিনে ফকিররাস্তা ও হাসাডাঙাসহ আশেপাশের গ্রামের মানুষের খোঁজখবর নেন, দরজায় দরজায় যান, শোনেন তাদের কষ্টের কথা।
পরিদর্শন শেষে এক পথসভায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন:
“দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারা যখনই বিপদে পড়বেন, আমি যেন ৯৯৯ এর মতোই আপনাদের সেবা দিতে পারি— সেই চেষ্টাই থাকবে।”
এই সময় ১২নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপিসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।