বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ১১ জন প্রবীণ শ্রমিককে আর্থিক অনুদান দিয়ে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ শ্রমিকদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
সভায় ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি বলেন,"আমাদের আগের নেতৃত্বে শ্রমিকরা কোনো অনুদান পাননি। আমরা দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের সঞ্চিত অর্থ থেকে এই ১১ জনকে সম্মাননা স্বরূপ আর্থিক অনুদান দিয়েছি। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,"শ্রমিকদের পরিশ্রমের টাকা যাতে কেউ আত্মসাৎ না করতে পারে, সে বিষয়টি আমরা কঠোরভাবে লক্ষ্য রেখেছি। কাজ কম হলেও শ্রমিকদের ফান্ড থেকে নিয়মিত অর্থ সঞ্চয় করা হচ্ছে। সেই ফান্ড থেকেই আজ প্রবীণ শ্রমিকদের অনুদান দেওয়া হয়েছে।”
বিদায় নেওয়া প্রবীণ শ্রমিকরা হলেন—১. মোঃ আশাদুল, ২. মোঃ আব্দুল্লাহ, ৩. মোঃ মোমিনুর রহমান, ৪. মোঃ ইয়াছিন, ৫. মোঃ জাফর মিয়া, ৬. মোঃ মহাসিন, ৭. মোঃ মনিরুল, ৮. মোঃ আকরম, ৯. মোঃ আরফাত, ১০. মোঃ নাজমুল হোসেন, ১১. মোঃ হেকমত আলী।