বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে পাঁচ খতম কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় পাঁচ খতম কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি: খবরপত্র
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় পাঁচ খতম কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি: খবরপত্র

বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর-১ (শার্শা) আসনে পাঁচ খতম কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এবং সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। দোয়া শেষে তিনি কোরআনখানি সম্পন্ন করে প্রতীকীভাবে কোরআনের পাখিদের খাবার খাওয়ান, যা উপস্থিত সবার মধ্যে মানবিক আবেগের সঞ্চার করে।

দোয়া মাহফিল পরিচালনা করেন মুক্তি জাবের আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন।

এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

আয়োজক নেতাকর্মীরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে জাতির মাঝে ফিরে আসুন—এই প্রত্যাশা ও প্রার্থনা নিয়েই এ আয়োজন করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত