যশোরের বেনাপোলে স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর দুই জন লেবার শ্রমিকের মরণোত্তর হিসাবে তাদের দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এর কার্যলয় প্রাঙ্গণে এ মরণোত্তর হিসাবে লেবার শ্রমিক বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মোঃ জিয়ারুল ইসলাম এবং বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের মোঃ বকতিয়ারের পরিবারকে( শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর কল্যাণ) তহবিল থেকে ঐ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর হাত দিয়ে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ মরণোত্তর হিসাবে নগত অর্থ গ্রহণ করেন সাধরণ শ্রমিক মোঃ জিয়ারুল ইসলাম এর স্ত্রী শাহিনুর আক্তার এবং বকতিয়ার রহমানের স্ত্রী রেহেনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) মোঃ আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান সহ ৯২৫ এর সকল শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,আগামী দিনে আমাদের বিএনপির তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে শ্রমিকদের জন্য আমরা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারব। ও এই পরিবার যাতে করে সরকারি অনুদান পায় সে ব্যবস্থা আমরা করব।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত কে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে যশোর -৩ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন,আর অনিন্দ্য ইসলাম অমিত ভাই এর নির্দেশে অসহায় এই পরিবারের পাসে থেকে সর্বক্ষণ খোঁজখবর নেওয়া হয়।
এবং এই অসহায় পরিবারকে তিনি সমবেদনা জানাই।
৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান তবি বলেন,সাধারণত মরণোত্তর হিসেবে কোনো শ্রমিককে চেক প্রদান করা হয় না। তবে, যদি কোনো শ্রমিকের মৃত্যু হয়, তবে তার পরিবারকে (শ্রমিক কল্যাণ তহবিল) থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা চিকিৎসা,ও তাদের সন্তানদের সুশিক্ষিত করতে পারে সেই হিসেবে আর্থিক সহতা প্রদান করা হয়।