গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া আর. ডি. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৩ ডিসেম্বর, বিকেলে কায়বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন,“খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের নেতৃত্বে উঠে আসা এক অনন্য ইতিহাস গড়েছেন। ১৯৮৪ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি, অবকাঠামো ও গরিব মানুষের উন্নয়নে তাঁর অবদান আজও অমলিন। তাঁর সংগ্রাম, ত্যাগ ও সাহস আমাদের জন্য পথচলার অনুপ্রেরণা।”
তিনি দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“মহান আল্লাহ’র কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাইকে আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাই।”
দোয়া মাহফিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাধারণ মানুষ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কমবয়সী হাফেজ ও কোরআন শিক্ষার্থী শিশুদের উপস্থিতি পুরো পরিবেশকে আরও পবিত্র ও আবেগঘন করে তোলে। মাঠজুড়ে আবেগে আপ্লুত মানুষের ভিড় দোয়া মাহফিলকে ভাবগম্ভীর রূপ দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, আইন সম্পাদক মশিউর রহমান, সহ তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, কায়বা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শহিদুল ইসলাম, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিপ্লব মন্ডল, সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন এবং বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।