বিশিষ্ট সাংবাদিক ইলিয়াসের প্রশংসা: "এনবিআর অনেকদিন পর একজন সৎ মানুষ পেল"

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বিশিষ্ট সাংবাদিক ইলিয়াসের  প্রশংসা: "এনবিআর অনেকদিন পর একজন সৎ মানুষ পেল" ছবি: খবরপত্র
বিশিষ্ট সাংবাদিক ইলিয়াসের প্রশংসা: "এনবিআর অনেকদিন পর একজন সৎ মানুষ পেল" ছবি: খবরপত্র

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানের প্রশংসা করে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিনি এনবিআর চেয়ারম্যানের সততা ও নিষ্ঠার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান।

তার পোস্টে তিনি লেখেন,"আমাদের দেশে দাড়ি-টুপি-ওয়ালা শয়তানের অভাব নাই, ভালো মানুষের অভাব৷ আব্দুর রহমান খান একজন দাড়ি-টুপি ছাড়া ইমানদার মানুষ৷ এনবিআর অনেকদিন পরে একজন সৎ মানুষ পেয়েছে, ধন্যবাদ স্যার চালিয়ে যান৷ এনবিআরকে শ'য়তানমুক্ত করতে যদি আরও শ'খানেক বরখাস্ত করা লাগে, করেন স্যার৷ দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো৷"

ইলিয়াস হুসাইনের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মন্তব্যে চেয়ারম্যানের প্রশংসা করে লিখেছেন যে তার নেতৃত্বে এনবিআর আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে বলে আশা করছেন।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আব্দুর রহমান খান কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা ইতোমধ্যেই জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এলাকার খবর

সম্পর্কিত