দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় শার্শা উপজেলার গোগা কালিয়ানী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর জেলা ছাত্রদলের সদস্য ও শার্শা উপজেলা ছাত্রদল নেতা মোঃ তহিদুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্য মোঃ তহিদুর রহমান, মাসুম বিল্লাহ, এবং শার্শা উপজেলা ছাত্রদল নেতা মোঃ রনি হোসেন।
এছাড়া দোয়া মাহফিলে অংশ নেন,যশোর জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন,বেনাপোল পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন,বেনাপোল পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি,বেনাপোল পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন,বেনাপোল পৌর ছাত্রদল সদস্য মহসিনা হোসেন।
এ ছাড়া গোগা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ—মোঃ মহসিন কবির, মোঃ ইকবাল হোসেন, মোঃ নাজমুল হোসেন, মোঃ সাগর হোসেন, মোঃ রানা হোসেন, মোঃ আমিনুর রহমান, মোঃ আল আমিন হোসেন, মোঃ মাহামুদুল হাসানসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও উত্তম স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। তার সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।