বেনাপোলের পুটখালী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সভাপতি শাহাদত হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতেই মরহুমের মরদেহ বেনাপোলের নিজ বাড়িতে আনা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল বল ফিল্ড মাঠে প্রথম জানাজা এবং যোহরবাদ তাঁর গ্রামের বাড়ি দৌলতপুরের জাহানারা আহমেদ এতিমখানা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শাহাদত হোসেন ছিলেন বেনাপোলের পুটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং এলাকার একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে বেনাপোল-শার্শা অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাইরুজ্জামান মধু, বর্তমান সভাপতি মো. আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য মফিজুর রহমান সজন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ জোহা সেলিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।