যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জিয়ার খালপাড় এলাকায় ছিনতাইকারীর হাতে নিহত ভ্যানচালক মাসুম বিল্লাহর (২২) বাড়িতে যান কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নিহত মাসুমের পিতা নূর মোহাম্মদসহ শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই সহ্য করা যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাৎক্ষণিকভাবে নাভারণ সার্কেল এএসপি’র সঙ্গে ফোনে কথা বলেন এবং মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি প্রশাসনকে নির্দেশ দেন যাতে কোনোভাবেই খুনিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মাসুম বিল্লাহকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে নির্যাতন করা হয় এবং তার অণ্ডকোষ থেতলে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলার অবনতির কারণে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে, যা মানবতাকেও লজ্জিত করেছে।
স্থানীয়রা জানান, মাসুম অনেক ঋণ করে ভ্যানটি কিনেছিল। সেটিই ছিল তার একমাত্র জীবিকা। এই অমানবিক হত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পিতা নূর মোহাম্মদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার পরিবারের কেউই রাতে ঘুমাতে পারছে না।”
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।
আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, কদর আলী মেম্বার, আব্দুল জলিল, দলীয় নেতা আলমগীর হোসেন টিপু, বিএনপি নেতা মাস্টার বাবলুর রহমান, আলী হোসেন, যুবদল নেতা হাবিব, জিয়া, সবুর, সাইফুল, রিয়াল, আসাদ, রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল আগুন, ছাত্রদল নেতা শাওন, বিপ্লব হোসেন ও সুমন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে মফিকুল হাসান তৃপ্তি উলাশী পূর্বপাড়ায় পরলোকগমনকারী তপন কুমারের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।