ভারত থেকে ফেরার পথে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম শফিউল ইসলাম (৫৫)। তার কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক শফিউল ইসলাম ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর বি-০০৭৪৫৬৬৩।
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন,“কাস্টমস স্ক্যানিং পার হয়ে এত বিদেশি মুদ্রা কীভাবে বের হলো? তাহলে কি কারও যোগসাজশ ছিল?এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান,“ভারত থেকে ফিরে কাস্টমস পার হয়ে টার্মিনালের সামনে এলে তাকে সন্দেহবশত থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে মার্কিন ডলার ও সৌদি রিয়াল পাওয়া যায়।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়,আটক শফিউল ইসলামকে জব্দ করা মুদ্রাসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ঘটনাটি বেনাপোল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।