বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এএফসি ‘বি’ লাইসেন্স কোচিং কোর্সে অংশ নিতে ভুটান নারী লিগে খেলা সিনিয়র ফুটবলার সানজিদা আক্তার ঢাকায় ফিরেছেন।
গতকাল থেকে বাফুফে ভবনে শুরু হওয়া এ কোর্সে পাঁচ নারী ফুটবলারসহ মোট ২৪ জন অংশ নিয়েছেন। আছেন এশিয়া কাপ নিশ্চিত করা দলের অন্যতম ফুটবলার শিউলি আজিমও।
২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন সানজিদা। ২০২২ ও ২০২৪ সাফ চ্যাম্পিয়ন দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবের হয়েও খেলেছেন এ নারী তারকা। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে মতবিরোধের পর থেকে জাতীয় দলে ডাক পাচ্ছেন না তিনি।
বর্তমানে ভুটানের থিম্পু সিটি ক্লাবে খেলে আসছেন সানজিদা। ক্লাবের ছুটি নিয়ে এবার কোচিং কোর্সে অংশ নিতে দেশে ফিরেছেন তিনি। বাফুফে ভবনের তৃতীয় তলায় হচ্ছে কোর্স, আর ক্যাম্পের সুবিধা হিসেবে চতুর্থ তলায় থাকছেন তিনি।
এএফসি ‘বি’ লাইসেন্স কোর্সটি এবার দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে— ৭-১৭ জুলাই প্রথম অংশ, ১৯-২৭ আগস্ট দ্বিতীয় অংশ। কোর্স পরিচালনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
বাংলাদেশে এখনো কোনো নারী কোচের ‘এ’ লাইসেন্স নেই। ‘বি’ লাইসেন্সধারী নারী কোচের সংখ্যাও ১০-এর বেশি নয়। নারী ফুটবলারদের উৎসাহিত করতে ৫০ হাজার টাকার কোর্স ফি অর্ধেক করে ২৫ হাজার টাকা রাখা হয়েছে।