আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫: রামপুর মাঠে সেমিফাইনালের বর্ণাঢ্য আয়োজন

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫: রামপুর মাঠে সেমিফাইনালের বর্ণাঢ্য আয়োজন ছবি: খবরপত্র
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫: রামপুর মাঠে সেমিফাইনালের বর্ণাঢ্য আয়োজন ছবি: খবরপত্র

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর সেমিফাইনাল পর্ব। খেলাপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনায় জমজমাট এই আয়োজনে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নূরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), আখতারুজ্জামান (সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি), আব্দুল মজিদ (সহ-সভাপতি), আতিকুজ্জামান সনি (সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি), কামরুজ্জামান (যুগ্ম সম্পাদক, শার্শা থানা বিএনপি), সাইদুজ্জামান (সহ-দপ্তর সম্পাদক), ইঞ্জিনিয়ার নুরুজ্জামান (মানবাধিকার বিষয়ক সম্পাদক), এবং শহীদ আলী (শ্রম বিষয়ক সম্পাদক)।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।

উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, খেলাধুলা যুবসমাজকে সুশৃঙ্খল ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে পরিচালিত করে। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

স্থানীয় দর্শকরা জানান, টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে অংশগ্রহণকারী দলগুলোর খেলা ছিল টানটান উত্তেজনায় ভরপুর, যা দর্শকদের মন জয় করেছে।

ফাইনাল পর্ব আগামী সপ্তাহে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত