শান্তির হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল

খবরপত্র ডেস্ক
বাংলাদেশ নারী ফুটবল দল ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল ছবি: সংগৃহীত

তুমুল বৃষ্টি আর মাঠের অনুপযোগী অবস্থার কারণে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত দুটি ভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই নাটকীয় ম্যাচে বাংলাদেশে অনুর্ধ-২০ ৪-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।

পরে সন্ধ্যা পৌনে ৭টায় নতুন ভেন্যুতে শুরু হয় ম্যাচের বাকি অংশ। ভুটান দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরাতে সক্ষম হলেও শান্তি মার্ডির দ্বিতীয় গোলে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এরপর কোচ পিটার বাটলার অভিজ্ঞ মুনকি, নবীরণ ও স্বপ্নাকে মাঠে নামান। নেমেই ব্যবধান বাড়ান মুনকি।

দিনের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন শান্তি মার্ডি। তার হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ ৪-১ গোলের বিশাল জয় পায়। এই জয় শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। দ্বিতীয় ভাগটি মাঠের চারপাশে দাঁড়িয়ে উপভোগ করেছেন দর্শক এবং স্কোয়াডের বাইরে থাকা নারী ফুটবলাররাও। আগের ম্যাচে লাল কার্ড দেখায় মাঠে নামতে পারেননি সাগরিকা।

বিষয়:

ফুটবল
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত