বাগআঁচড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে মাসুদুল আলম

হুমায়ুন
বাগআঁচড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে মাসুদুল আলম ছবি: খবরপত্র
বাগআঁচড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে মাসুদুল আলম ছবি: খবরপত্র

 যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। মার্সেল ব্র্যান্ডের সৌজন্যে এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলাটির প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের সদস্য ও শার্শা থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন ও আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা প্রমুখ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহিদুর ইসলাম তহিদ।

 

খেলার মাঠে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বাগআঁচড়া। স্থানীয় তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা নিয়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মাসুদুল আলম বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। আজকের এই টুর্নামেন্ট আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করবে, তাদের ভ্রাতৃত্ববোধ বাড়াবে। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো— খেলাধুলার মূলমন্ত্র হলো ‘খেলোয়াড়ি মনোভাব ও শৃঙ্খলা। জয়-পরাজয় নয়, সৎভাবে খেলা-ই সবার আগে।

 

প্রসঙ্গত, টুর্নামেন্টে মোট ১৬টি স্থানীয় দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত