শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জামতলা ফুটবল একাদশ

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জামতলা ফুটবল একাদশ ছবি: খবরপত্র
শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জামতলা ফুটবল একাদশ ছবি: খবরপত্র

“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” – এই স্লোগানকে সামনে রেখে শার্শার ৯নং উলাশী ইউনিয়নের রামপুর ফুটবল একাদশের আয়োজনে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উলাশী ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে নাভারন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামতলা ফুটবল একাদশ।উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে শুরু হওয়া এ খেলাটি উপভোগ করতে মাঠের চারপাশে হাজারো দর্শক উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য ছিল একটি ছাগল। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়।

 

 অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান। তিনি তার বক্তব্য বলেন“মাদক শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যতক্ষণ একজন যুবক খেলাধুলায় মগ্ন থাকবে, ততক্ষণ সে খারাপ কাজ থেকে বিরত থাকবে।”

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদের বলেন,খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের পথে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই আয়োজন শুধু বিনোদন নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ফুটবল খেলোয়াড় তৈরিতেও সহায়তা করবে।

অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম. ম. নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিমসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি আবুল হাসান জহির, সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাবেক যুগ্ম সম্পাদক ও সি এন্ড এফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ মফিজুর রহমান সজন, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ,যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী , উলসি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি বিসে খাদিম, লালটু বিশ্বাস, জাহাঙ্গীর খাদিম, মিন্টু বিশ্বাস ।

বিষয়:

খেলা বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত