আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দিনটি ছিল বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তির ব্যস্ততম দিন। সকালে তিনি যোগ দেন যশোরের শার্শা উপজেলার ৪নং বেনাপোল ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য মরহুম শামসুর রহমানের চেহলামে। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
চেহলাম শেষে তৃপ্তি সাহেব নিজ গ্রামের বাড়ি শার্শা থানার কায়বা ইউনিয়নের সনাতনকাঠি গ্রামে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন এবং পিতা-মাতা, ভাইবোনসহ সকল প্রয়াত আত্মীয়ের রূহের মাগফেরাত কামনা করেন।
দিনের দ্বিতীয়ভাগে তিনি যান কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া বাজারে, যেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বিষয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, “এই ৩১ দফা কোনো আন্দোলন বা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য নয়, বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোকে সুশাসিত, জবাবদিহিমূলক ও আধুনিক করার একটি বাস্তব রূপরেখা।”
তিনি আরও বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও জননেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বই আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল প্রেরণা।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান,তৃপ্তি সাহেবের সফরে এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে ইতিবাচক আগ্রহ দেখা দিয়েছে।