সাদীপুরে নাইট শর্ট উইকেট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন -চ্যাম্পিয়ন তালশারী মিতালী বয়েজ ক্লাব

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
সাদীপুরে নাইট শর্ট উইকেট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন -চ্যাম্পিয়ন তালশারী মিতালী বয়েজ ক্লাব ছবি: খবরপত্র
সাদীপুরে নাইট শর্ট উইকেট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন -চ্যাম্পিয়ন তালশারী মিতালী বয়েজ ক্লাব ছবি: খবরপত্র

যশোরের শার্শা উপজেলার সাদীপুর গাবতলা (কাঁঠাল বাগান) প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে শুরু হয়েছে ৮ দলীয় নাইট শর্ট উইকেট ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আকতারুজ্জামান আকতার সহ স্থানীয় নেতা কর্মী।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৯ জন খেলোয়াড় এবং প্রতি ম্যাচে ৭ ওভার করে খেলা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটি ও আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হয়। প্রতিটি দলকে নিজস্ব ব্যাট ও বল সঙ্গে আনতে হয়। কোর্ট ফি নির্ধারণ করা হয় ২,০০০ টাকা এবং অগ্রিম জমা দিতে হয় ৫০০ টাকা।

প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ছাগল, এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি রাজহাঁস।

চূড়ান্ত খেলায় তালশারী মিতালী বয়েজ ক্লাব (০৫ নং ওয়ার্ড, দিঘীরপাড়) চ্যাম্পিয়ন এবং সাদীপুর স্পোর্টিং ক্লাব (১ নং ওয়ার্ড, সাদীপুর) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, বিশিষ্ট সি অ্যান্ড এফ ব্যবসায়ী ও সমাজসেবক এমদাদুল হক এমদাদ এবং তালশারী মিতালী বয়েজ ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম আসাদ।

দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন রনি, ভাইস ক্যাপ্টেন আতিকুজ্জামান সনি, এবং খেলোয়াড় হাবি, আশিক, ইমামুল, সুমন, লালচাঁন, স্বাধীন, মুন্না, নয়ন।

ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন জুলফিকার হোসেন।

চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করেন ক্লাবের সকল খেলোয়াড় এবং সংগঠনের নেতৃত্বে থাকা সাইফুল ইসলাম আসাদ।

বেনাপোল পৌর যুবদলের সদস্য ও বিজয়ী দলের প্রতিনিধি সাইফুল ইসলাম আসাদ বলেন, “এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের এই সাফল্য সকল খেলোয়াড়, আয়োজক ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে, যাতে তরুণ সমাজ গঠনমূলক কাজে যুক্ত হতে পারে।”

এলাকার খবর

সম্পর্কিত