বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (১৩ অক্টোবর) তিনি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে গিয়ে অসুস্থ নেতাকর্মীদের দেখা করেন এবং সদ্য মৃত্যুবরণকারী নেতার কবর জিয়ারত করেন।
তিনি বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অসুস্থ আব্দুল জব্বারকে দেখতে বড়আঁচড়া গ্রামে যান। এরপর তিনি বেনাপোল ইউনিয়নের নারায়নপুর গ্রামের সদ্য প্রয়াত বিএনপি নেতা শামছুর রহমানের কবর জিয়ারত করেন।
পরে একই ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি অসুস্থ এলেম মোড়লের বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া তিনি বেনাপোল পৌরসভার যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের নামাজগ্রামস্থ বাড়িতেও গিয়ে তার খোঁজ নেন।
এসময় সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব ত্যাগী নেতাদের নেতৃত্বে বিএনপি আবারও মাঠে সরব হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, দলের কোনো নেতা বা কর্মী অসুস্থ হয়ে আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা নিতে না পারলে, স্থানীয় নেতৃবৃন্দ যেন তাদের পাশে দাঁড়ান।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সাবেক পৌর কৃষকদলের সভাপতি ও যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান মির্জা, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।