যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা বাজার প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় এ অনুষ্ঠান শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও যশোর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হযরত মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানা আমির মো. রেজাউল ইসলাম, থানা সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. ইউসুফ আলী, পৌর বিভাগের সভাপতি রিয়াসাত আলী, বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন এবং পোর্ট থানা যুব বিভাগের সভাপতি ডা. ইমরান হোসেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. মুস্তাকিম হুসাইন।
বক্তব্যে মাওলানা মো. হাবিবুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী। সমাজে সুবিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শকে ধারণ করতে হবে। দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে মুক্ত একটি রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই।”
প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন,“বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তরুণরাই ছিল মূল চালিকা শক্তি। আজও সেই তরুণ প্রজন্মকেই দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি ও দখলদারিত্বে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, “জামায়াতের জনপ্রতিনিধিরা কখনও রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেনি। ভবিষ্যতেও সততা ও আমানতের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। আগামী দিনে শার্শাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।”
সমাবেশে তরুণ কর্মীরা স্লোগান দেন— “তরুণ প্রজন্মের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক”, “ভোট দেব দাঁড়িপাল্লায়— ইসলামের পক্ষে”।
অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী ও স্থানীয় যুব সমাজের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।