ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র স্থাপনে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বের নিয়ম অনুযায়ী ডিসি (জেলা প্রশাসক), এসপি (পুলিশ সুপার), ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) এবং ওসিদের সমন্বয়ে গঠিত কমিটির পরিবর্তে এবার এককভাবে নির্বাচন কর্মকর্তাদের হাতে রাখা হয়েছে এই ক্ষমতা। সোমবার (৩০ জুন) এই সিদ্ধান্ত ‘ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে সংবিধিবদ্ধ এই সংস্থা।
নতুন নীতিমালায় বলা হয়েছে, ভোটকেন্দ্র স্থাপন ও পুনর্বিন্যাসের পুরো প্রক্রিয়া পরিচালনা করবেন নির্বাচন কর্মকর্তারা। এতে জেলা, উপজেলা বা মহানগর প্রশাসনের কোনো প্রতিনিধি থাকছে না। এমনকি বাদ পড়েছে ইভিএম পদ্ধতির জন্য নির্ধারিত আলাদা কক্ষের বিষয়টিও।
এর আগে, ২০২৩ সালের নীতিমালায় ডিসি ও এসপি'দের সমন্বয়ে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করে ইসি, যারা ভোটকেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের দায়িত্ব পালন করত। তবে এসব কমিটির নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সে প্রেক্ষিতে, বর্তমান নির্বাচন কমিশন প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা বাদ দিয়ে নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নতুন নীতিমালা নির্বাচন পরিচালনায় ইসির নিয়ন্ত্রণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতেই এই পরিবর্তন এনেছে কমিশন।