বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে শারমিন সুলতানা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, হার্ট সমস্যা ও আলসারজনিত রোগে ভুগছেন। খুলনার আবু নাসের হাসপাতালসহ বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে পরিবারটি মারাত্মক আর্থিক সংকটে পড়ে।
এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানার পর শারমিনের বাবা যোগাযোগ করেন বেনাপোলের সামাজিক ও মানবিক সংগঠন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন-এর সঙ্গে। রোগীর অবস্থার বিস্তারিত শুনে সংগঠনের সদস্যরা আজ শারমিনের বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।
সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন—
• প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মিলন হোসেন
• উপদেষ্টা অপূর্ব মজুমদার রাজ
• পরিচালক আব্দুর রহমান সুমন
• সভাপতি ওমর সিয়াম
• সাধারণ সম্পাদক অপু মুন্না
• সহ-সভাপতি সালাউদ্দিন
• সাংগঠনিক সম্পাদক অনিক মাহমুদ
• সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব জহির
• কার্যকরী সদস্য সাগর এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা।
মানবিক এ সহযোগিতা পেয়ে রোগীর পরিবার যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।