তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটওয়ারীর স্পিন জাদুতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সেই সিরিজের নির্ধারণী ম্যাচে মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে ম্যাচের আগে টাইগার স্পিন আক্রমণ নিয়ে বেশ সতর্ক লঙ্কান শিবির।
প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পায় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম একাই নেন ৫ উইকেট, শামীম দেন মাত্র ২২ রান খরচায় ১ উইকেট। মেহেদী হাসান মিরাজও তুলে নেন ১ উইকেট। মাঝের ওভারে এই তিন স্পিনারের আঁটসাঁট বোলিং শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয়।
সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলিনা কান্দাম্বে বলেন,
"কলম্বোর তুলনায় পাল্লেকেলের উইকেট আলাদা। বাংলাদেশ মাঝের ওভারে খুব ভালো স্পিন করেছে। তাই আমরা পরিকল্পনা করছি কীভাবে সেই সময়টা ভালোভাবে পার করা যায়। আজকের অনুশীলনে সেই পরিকল্পনাগুলো কাজে লাগানোর চেষ্টা করবো।"
পাল্লেকেলের উইকেট নিয়ে তিনি বলেন, "এখানে সাধারণত ব্যাটারদের জন্য সহায়ক উইকেট থাকে। বাউন্স ও পেস ভালো থাকে। ক্যান্ডিতে গত এক বছরে বেশ ভালো ব্যাটিং ট্র্যাক ছিল। আশা করছি সিরিজের শেষ ম্যাচেও তেমনটাই থাকবে।"
সিরিজ এখন সমতায়। তাই মঙ্গলবারের ম্যাচটি হয়ে উঠেছে ‘ফাইনাল’। স্পিন আক্রমণ অব্যাহত রাখতে পারলে টাইগারদের সিরিজ জয়ের সুযোগ থাকছে অনেকটাই। তবে লঙ্কানরা এবার প্রস্তুত স্পিনের বিপক্ষে লড়তে। মাঠে সেই লড়াই কতটা জমে, তা দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীদের।