শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান ছবি: খবরপত্র
শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান ছবি: খবরপত্র

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শার্শায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছাপুর–গোপালপুর এলাকায় বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপোষহীন নেতৃত্ব প্রদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে সম্পূর্ণ সুস্থ করে আবার জাতির নেতৃত্বে ফিরিয়ে দেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে একটি মহল ও জামায়াতের কিছু সহযোগী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হজরত আলী মাস্টার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারি আব্দুর সামাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজুর রহমান ছোট, সাইদুল ইসলাম, কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহম্মেদ, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা মসিয়ার রহমান, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, মো. আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত