বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল স্থলবন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯২-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং সঞ্চালনা করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। দোয়া পরিচালনা করেন বেনাপোল স্থলবন্দর এলাকার জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজমুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামা হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মোনাজাতের আগে বক্তারা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।