কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ তরুণ সমাজে যেমন সমাদৃত, তেমনি এর চরিত্রগুলোর জনপ্রিয়তাও আকাশচুম্বী। বিশেষ করে নাটকের অভিনয়শিল্পী শিমুল ও লামিমা—দুজনের পর্দার রসায়ন দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে। তাদের একসঙ্গে দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছেন, তারা বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িত। এ নিয়েই সম্প্রতি গুঞ্জন উঠেছে—‘লামিমার কারণেই নাকি শিমুলের বিয়ে আটকে গেছে!’
তবে এসব গুঞ্জন নিয়ে এবার খোলাসা করলেন অভিনেতা শিমুল নিজেই।
“বাস্তবে ওনাকে আমি ‘আপু’ ডাকি”—শিমুল
এক গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শিমুল বলেন,
> “মানুষ ভাবে আমাদের প্রেম চলছে। কিন্তু বাস্তবে তেমন কিছুই নেই। লামিমা শুধুই আমার সহশিল্পী। আমাদের সম্পর্কটা একদম পেশাদার ও শ্রদ্ধাভিত্তিক।”
তিনি আরও জানান,
> “শুটিংয়ের বাইরে আমি উনাকে ‘আপু’ বলে ডাকি, উনিও আমাকে ‘ভাইয়া’ বলেন। কিন্তু দর্শকের মাঝে আমাদের স্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় হয়েছে যে বাস্তব জীবন নিয়েও গুজব ছড়িয়ে পড়ছে। কেউ কেউ তো এমনও বলছে—ওনার জন্যই নাকি আমার বিয়েটা আটকে আছে!”
“স্ক্রিন কেমিস্ট্রিই আমাদের মূল শক্তি”
শিমুল আরও বলেন,
> “আমাদের একমাত্র শক্তি আমাদের অভিনয়ের রসায়ন। দর্শক আমাদের জুটিকে ভালোবাসে, এটাই আমাদের বড় প্রাপ্তি। সেই ভালোবাসার প্রতিদান দিতে আমরা সব সময় যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করি।”
পঞ্চম সিজনে অব্যাহত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জয়যাত্রা
২০১৮ সালে শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এখন পঞ্চম সিজনে পা রেখেছে। ইউটিউব এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত প্রচারিত হচ্ছে নাটকের নতুন পর্বগুলো।
প্রথম সিজন থেকেই নাটকে অভিনয় করছেন শিমুল। তার পাশাপাশি রয়েছেন আরও একঝাঁক জনপ্রিয় অভিনেতা—মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু এবং লামিমা।
নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমিও বরাবরই চমকপ্রদ গল্প ও সংলাপ দিয়ে তরুণ প্রজন্মের হৃদয় জয় করে চলেছেন। শুধু ইউটিউবেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও নাটকের সংলাপ ও ক্লিপস ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে।
প্রেম নয়, পারফরম্যান্সই মুখ্য—এটাই বার্তা শিমুলের
শেষ কথা বলার মতোই হলো, পর্দায় সম্পর্ক থাকলেও বাস্তবে সেটি শুধুই অভিনয়। দর্শক যখন একজোড়া অভিনয়শিল্পীকে একসঙ্গে পর্দায় ভালোবাসেন, তখন গুজব ছড়ানো খুব সাধারণ বিষয়। কিন্তু তা যেন বাস্তব জীবনে ভুল ব্যাখ্যার কারণ না হয়—এমনই বার্তা দিয়েছেন শিমুল।