যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার সোনাতন কাটি গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবিএম মাসুদুল আলমের কনিষ্ঠ কন্যা লিয়ানা আলম মাহারিনের প্রথম জন্মদিন লন্ডনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর লন্ডন সিটি হসপিটালে মেরিজানা মাহজাবিনের গর্ভে জন্ম নেন মাহারিন। জন্মদিনের এ আনন্দঘন মুহূর্তে পরিবার, প্রবাসী বাংলাদেশি সমাজ ও লন্ডন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে মাহারিনের দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করা হয়।
জানা গেছে, বর্তমানে তার বাবা এবিএম মাসুদুল আলমের যুক্তরাজ্যের জিয়া পরিষদের সদস্য এবং শার্শা থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এবং খুলনা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পরিচালনা পরিষদেরও সদস্য। এর আগে তিনি বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
আয়োজনে উপস্থিত নেতৃবৃন্দ মাহারিনের জন্য দোয়া করেন এবং বলেন, প্রবাসে থেকেও এ ধরনের পারিবারিক ও সামাজিক আয়োজন প্রবাসী সমাজকে আরও ঐক্যবদ্ধ করে।