অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর গুজব: জানালেন মেয়ে এশা দেওল

আন্তর্জাতিক ডেস্ক :
অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর গুজব: জানালেন মেয়ে এশা দেওল ছবি: খবরপত্র
অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর গুজব: জানালেন মেয়ে এশা দেওল ছবি: খবরপত্র

ভারতীয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবর গুজব বলে জানিয়েছেন তাঁর মেয়ে এশা দেওল। মঙ্গলবার সকাল থেকে ভারতের একাধিক জাতীয় গণমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রচারিত হতে থাকে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজসহ বেশ কিছু সংবাদমাধ্যম অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও চিত্রনাট্যকার জাবেদ আখতারও শোকবার্তা প্রকাশ করেন।

তবে দুপুরের দিকে এশা দেওল ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানান, তাঁর বাবার স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট কিছুটা বেড়ে যাওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে রাতেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। রুটিন মেডিকেল চেকআপ এবং চিকিৎসকের পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাঁকে।

আজ সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবার বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ধর্মেন্দ্র বেঁচে আছেন এবং চিকিৎসার অধীনে ধীরে ধীরে সেরে উঠছেন। গুজব না ছড়ানোর অনুরোধও করেছে তারা।

এলাকার খবর

সম্পর্কিত