সরকারি তিতুমীর কলেজে আগামী রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শহীদ বরকত মিলনায়তনে মঞ্চস্থ হবে প্রতিবাদী নাটক ‘যাঁতাকল’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন কলেজ নাট্যদলের পরিচালক ওলিউল্লাহ তুহিন।
‘রাজনীতির ভেতর বাহির নিয়ে আপোষহীন’—এই প্রতিপাদ্যে আয়োজিত নাটকটি তিতুমীর কলেজ নাট্যদলের ১৪তম প্রযোজনা।
নাটকের নেপথ্য শিল্পীদের মধ্যে রয়েছেন—পোশাক পরিকল্পনায় ফাতিমা দিবা, সংগীতে দুর্জয় কুমার সরকার, মঞ্চ পরিকল্পনায় জামিউর রহমান মাফি, রূপসজ্জায় শুভাশিস দত্ত তন্ময় এবং আলোক পরিকল্পনায় শাহরিয়ার রহমান। অভিনয়ে থাকবেন ওলিউল্লাহ তুহিন, রুবাইয়াত মিমু, প্রান্ত, ফাতিমা দিবা, মাফি, সৈকত হাওলাদার, জয়, ইমাম, সোহাগ, উৎস, আবির, হৃদয় ও সুমন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক এম এম আতিকুজ্জামান। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্যই অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে।
পরিচালক ওলিউল্লাহ তুহিন বলেন, ‘যাঁতাকল’ হলো এক প্রতিবাদী নাট্যকর্ম। এখানে চাঁদাবাজি, দুর্নীতি ও ছাত্ররাজনীতির নামে ক্ষমতার অপব্যবহারের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে। সমাজসেবকের মুখোশে থাকা এক নেতার গল্প—যিনি আসলে জনমানুষকে পিষে মারছেন অদৃশ্য যাঁতাকলে। এই নাটক দেখাবে কীভাবে নেতৃত্বের নামে গড়ে ওঠে শোষণের যন্ত্র। ‘যাঁতাকল’ শুধু নাটক নয়, এটি একটি প্রতিবিম্ব, প্রশ্ন এবং পরিবর্তনের আহ্বান।”