অতিরিক্ত মাদক সেবনে পর্নতারকা কাইলি পেজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
নীল ছবির তারকা ছবি: সংগৃহীত
নীল ছবির তারকা ছবি: সংগৃহীত

অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে নীল ছবির জনপ্রিয় তারকা কাইলি পেজের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। কাইলি পেজ নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শোতেও প্রতিযোগী ছিলেন।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, তার প্রকৃত নাম কাইলি পাইলান্ট। গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ফেন্টানিল ও অন্যান্য মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও অপরাধমূলক কোনো তৎপরতার প্রমাণ মেলেনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক পর্ন প্রোডাকশন সংস্থা ব্রাজার্স সহ একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। এক বিবৃতিতে ব্রাজার্স লিখেছে, ‘কাইলি তার হাসি ও দয়ার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আমরা তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জানা যায়, ওকলাহোমার তুলসা শহরে জন্ম ও বেড়ে ওঠা কাইলি পেজ ২০০টির বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য তিনি ছিলেন অন্যতম ব্যস্ত শিল্পী।

বিষয়:

মাদক মৃত্যু
এলাকার খবর

সম্পর্কিত