দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) রাতে এ সিদ্ধান্তের ফলে সোমবার (৩০ জুন) সকাল থেকে দেশের স্থলবন্দরগুলোতে আবারও শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম।
সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার জানান, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থ এবং আমদানি-রফতানি ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, “ব্যবসায়ী নেতাদের অনুরোধ এবং জনগণের স্বার্থ বিবেচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে। তবে টেকসই রাজস্ব ব্যবস্থার জন্য সংস্কার আন্দোলন চলবে।”
আন্দোলন প্রত্যাহারের ফলে সোমবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বাংলাদেশের বেনাপোল বন্দরে স্বাভাবিক হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। এতে স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ী মহলে।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, “কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেয়ায় বন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।”
চলমান রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থার মাঝে এ সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।