বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বেনাপোল সীমান্ত এলাকায় প্রথম সরকারি হাসপাতাল নির্মাণসহ স্থলবন্দরকে আধুনিক ও পরিচ্ছন্ন বন্দর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ডের বড়আঁচড়া বাইপাস সড়কে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন,“বেনাপোল দেশের অন্যতম রাজস্ব অর্জনকারী স্থলবন্দর। প্রায় তিন হাজার শ্রমিক, কাস্টমস, বিজিবি, বন্দর কর্মী—এত মানুষের জন্য একটি হাসপাতাল পর্যন্ত গড়ে ওঠেনি। বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ হবে।”
তিনি আরও বলেন,“গত ১৫ বছরে সরকার শুধু বেনাপোল থেকে অর্থ হাতিয়ে নিয়েছে, কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ধানের শীষ ছাড়া শার্শা সীমান্ত জনপদের উন্নয়নের বিকল্প নেই।”
“দেশকে মালয়েশিয়া–দুবাইয়ের মতো গড়ে তোলা হবে” — তৃপ্তি
ধানের শীষ প্রতীকের প্রার্থী তৃপ্তি আরও বলেন,“আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, সেভাবেই দেশের উন্নয়নে কাজ করা হবে। দেশকে মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরের মতো আধুনিক রাষ্ট্রে উন্নীত করা হবে।”
তিনি শিক্ষিত বেকারদের চাকরির নিশ্চয়তা ও বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতিও দেন।
এসময় জামায়াত সম্পর্কে তিনি বলেন,“জামায়াত মিথ্যা ও ভাওতাবাজির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। তারা স্বাধীনতার বিরোধী দল। ১৯৭১ সালে তারা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন ঘটিয়েছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।”
অনুষ্ঠানে অন্যান্য নেতাদের উপস্থিতি :উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু।
প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।প্রধান বক্তা ছিলেন আবু তাহের ভারত।
এছাড়াও উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহাসিন কবির।যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন ও সাহাদুর রহমান খোকন,নেতৃবৃন্দ নাসিমুল গনি বল্টু, আব্দার রহমান, ইদ্রিস মালেক,যুবদল নেতা ইমদাদুল হক ইমদা, আল মামুন বাবলু, সাবেক যুগ্ন- সম্পাদক মফিজুর রহমান সজন।স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ।