সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১৮ জুলাই) সিলেটের আখালিয়াস্থ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
অভিযানে কী কী পণ্য জব্দ করা হয়েছে?
বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ি,স্কিন ব্রাইট ক্রিম,সানগ্লাস,গরু, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনীর সহায়তায় ব্যাটালিয়নের বিশেষ টহল দল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারী নদীর পাশে একটি পরিত্যক্ত গোডাউন থেকে ভারতীয় ফেয়ারনেস ক্রিম,আলট্রা ব্রাইট ক্রিম,স্কিন শাইন ক্রিম,বেটনোভেট এন ক্রিম,জিলেট ব্লেড জব্দ করে।সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন,"চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে।"
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহের বিষয়ে বিধিমোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।