সাবেক ছাত্রলীগ নেতা রব্বানীর ভাইসহ পুলিশের ৪ কর্মকর্তা বরখাস্ত

খবরপত্র ডেস্ক
সাবেক ছাত্রলীগ নেতা রব্বানীর ভাইসহ পুলিশের ৪ কর্মকর্তা বরখাস্ত ছবি: সংগৃহীত
সাবেক ছাত্রলীগ নেতা রব্বানীর ভাইসহ পুলিশের ৪ কর্মকর্তা বরখাস্ত ছবি: সংগৃহীত

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের চার কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানী।

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বরখাস্তের বিষয়টি জানানো হয়।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন:

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত।

ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী।

ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। এজন্য তাকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩(গ) ধারা অনুসারে পলায়নের অপরাধে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী ২০২৩ সালের ১১ আগস্ট থেকে এবং মিরপুর জোনের ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ২০২৩ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত