শার্শার বাহাদুরপুরে বন্যা: শত শত পরিবার পানিবন্দী, ত্রাণের অভাবে চরম দুর্ভোগ

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শার বাহাদুরপুরে বন্যা: শত শত পরিবার পানিবন্দী, ত্রাণের অভাবে চরম দুর্ভোগ ছবি: খবরপত্র
শার্শার বাহাদুরপুরে বন্যা: শত শত পরিবার পানিবন্দী, ত্রাণের অভাবে চরম দুর্ভোগ ছবি: খবরপত্র

যশোরের শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নে ভারী বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পানির চাপে শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পানিতে তলিয়ে গেছে এলাকার প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য ঘরবাড়ি।

বুধবার (২৭ আগস্ট) বিকালে বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বাংহুদা গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়, বাচ্চারা নৌকা দিয়ে যাতায়াত করছে। গ্রামের প্রাইমারি স্কুলসহ প্রায় ১৫০টি কাঁচা-পাকা ঘর পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, বোয়ালিয়া সহ আরও কয়েকটি গ্রামের শত শত পরিবারও পানিবন্দী হয়ে পড়েছেন। এসব পরিবার দীর্ঘ দেড় মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

সর্বাংহুদা গ্রামের ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান বলেন,"ভারী বর্ষা ও ভারতীয় উজানের পানি ঢলে আমাদের গ্রামে বন্যা সৃষ্টি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সরকারি সহায়তা পাইনি।"

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান বলেন,"প্রতিবছরই এই এলাকার মানুষ ভারতীয় উজানের পানির কারণে দুর্ভোগে পড়ে। উপজেলায় আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে এবং কিছু এলাকায় তা বিতরণও করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও মশলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তবে পর্যাপ্ত ত্রাণ না থাকায় এখনো সব পরিবারকে সহযোগিতা করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে সব ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।"

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত পর্যাপ্ত ত্রাণ এবং পুনর্বাসন সহায়তা না পেলে পানিবন্দী মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এলাকার খবর

সম্পর্কিত