যশোরের ঝিকরগাছা উপজেলায় পুলিশের অভিযানে একটি সচল বিদেশি পিস্তলসহ মো. রয়েল (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক রয়েল উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় মো. রয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের একটি ঘরে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
তল্লাশির সময় রয়েলের কোমর থেকে একটি সচল বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক রয়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।