মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) বেলা ১টার দিকে রামপাল কলেজের সামনে উত্তেজনাকর এই ঘটনার সূত্রপাত হয় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে।
ঘটনার সময় প্রাইভেট কারে থাকা যুবক সাব্বির হোসেন ওরফে দিপু (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়ার মুখে তিনটি গুলি ছোড়েন তিনি। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় দিপুকে আটক করা হয়।
আটক দিপু নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকার হাজি আবুল কালাম তালুকদারের ছেলে। তাঁর কাছ থেকে একটি ২২ বোর রিভলবার, দুটি তাজা গুলি, ৭০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
ঘটনার সময় হাতিমাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক এমদাদুল হক (৪২), কনস্টেবল সাজেদুর রহমান (২৬) ও রবিউল আলম চৌধুরী (৪৯) ধস্তাধস্তিতে আহত হন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় দিপু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রিভলবার বের করে গুলি ছোড়েন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, দিপুকে অস্ত্র ও মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।