ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আটক হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর সামাদ আজাদ (৩১)। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের নজরে পড়েন তিনি।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, যাত্রীর তথ্য যাচাই-বাছাইয়ের সময় আব্দুর সামাদের নাম স্টপলিস্টে পাওয়া যায়। এরপর তাকে তাৎক্ষণিকভাবে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, "যাত্রীটি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আমাদের সিস্টেমে নাম শনাক্ত হওয়ার পর বিষয়টি যাচাই করে নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।"
সূত্র জানায়, আটক আব্দুর সামাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা চেষ্টা, মারধর, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি ও বিশেষ ক্ষমতা আইন লঙ্ঘনের অভিযোগে সাতটি ফৌজদারি মামলা রয়েছে।
স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়ালে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তবে ইমিগ্রেশন পুলিশের কড়া নজরদারির কারণে তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।
বেনাপোল পোর্ট থানার একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুর সামাদ আজাদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।