বেনাপোল পৌরসভার উদ্যোগে নগর উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত সমস্যা সমাধানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পৌরসভার ৫নং ওয়ার্ড দিঘিরপাড় এলাকায় স্থানীয় নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম, প্রধান সহকারী আব্দুল্লাহ আল মামুন বিল্লাহ রনি, স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা বেগম ও বেনাপোল পৌর বিএনপির যুবদলের সদস্য সাইফুল ইসলাম আসাদ।
আলোচনায় স্থানীয় বাসিন্দারা রাস্তা-ঘাট, জন্মনিবন্ধন, ভোটার আইডি, বয়স্ক ভাতা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় সবচেয়ে গুরুতর সমস্যা হিসেবে বর্ষা মৌসুমের জলাবদ্ধতার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সাইফুল ইসলাম।
তিনি অভিযোগ করে বলেন, “বিগত কয়েক বছর ধরে পৌরসভাকে বারবার অবহিত করা হলেও দিঘিরপাড় এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে হাটু পানি জমে থাকে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করা উচিত।