যশোরের বেনাপোলের সাদীপুর গ্রামের তরুণী ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ ইয়াসমিন আক্তার মাহী (২১) আত্মহত্যা করেছেন। সোমবার (২১ জুলাই) মধ্যরাতে যশোর শহরের ধর্মতলা এলাকার একটি ভাড়া বাসায় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
মাহীর মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহী ফেসবুক ও টিকটকে বেশ জনপ্রিয় ছিলেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি নিজের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, ঘরের ছাদে থাকা ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। ক্যাপশনে মাহী লেখেন—
"ভালোবাসা বলতে কিছুই হয় না বার্থ…"
এ থেকে ধারণা করা হচ্ছে, হতাশা ও মানসিক অস্থিরতা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে মাহীর কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সকালে পুলিশে খবর দেওয়া হয়। পরে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তখনই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন,
“মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
মাহীর এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।