বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা এলাকায় পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) ও রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে জুনায়েদ পুকুরে পড়ে গেলে ইয়াসিন তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বরগুনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।