রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩)।
সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় রিকশা গ্যারেজের সামনে পূর্ব শত্রুতার জেরে রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রকির মা রাজিয়া বেগম কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, রিকশাওয়ালার কাছ থেকে টাকা নেওয়াকে কেন্দ্র করে রকির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।