কন্যাদহ দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
কন্যাদহ দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত
কন্যাদহ দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই (রোববার) সকাল সাড়ে ১১টায় কন্যাদহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিন্নু রহমান। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্যাদহ দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কন্যাদহ দাখিল মাদ্রাসার সরকারি সুপার মোঃ খলিলুর রহমান, কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সহ-সভাপতি মোঃ তাহাজ্জুদিন মোল্লা, উলাশী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ হাসানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি শহিদুল ইসলাম শহিদ তার বক্তব্যে বলেন, "বিগত সরকারের আমলে পরীক্ষার ফলাফল খুবই হতাশাজনক ছিল। এখন থেকে আমি চাই ১০০% নাহলে অন্তত ৯০% পাশের হার নিশ্চিত করতে। এজন্য যত সহযোগিতা দরকার, আমি সবসময় পাশে থাকবো। আমি দেখতে চাই এই মাদ্রাসা একদিন মডেল মাদ্রাসায় পরিণত হোক।"

তিনি আরও বলেন, "শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত ক্লাস নেবেন। ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসার গেট বন্ধ রাখতে হবে। এছাড়া প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে সভাপতিসহ অভিভাবকদের খোঁজখবর নিতে হবে।"

আলোচনা সভার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে শিক্ষার মান উন্নয়নে নতুন প্রত্যয়ের সৃষ্টি হয়।

 

 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত