২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ এবং শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, “এই ফলাফল শিক্ষার্থীদের দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল। এই সাফল্য শুধু পরিবারের নয়, গোটা দেশের জন্য গর্বের। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে উঠবে এক উন্নত বাংলাদেশ।”
তারা অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষায় ব্যর্থতা মানেই জীবনে ব্যর্থতা নয়। আত্মবিশ্বাস ধরে রেখে পরবর্তী সময়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে সফল হওয়াই হলো প্রকৃত বিজয়। ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে হবে।”
তাঁরা শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হয়ে, সমাজ ও দেশের কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।