ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ছবি: খবরপত্র
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ছবি: খবরপত্র

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল বাজারে ইসলামী ব্যাংকের সামনে “বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম” এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে প্রভাবশালী সিন্ডিকেট অবৈধ উপায়ে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। ফলে ব্যাংকিং সেক্টরে মেধা ও যোগ্যতার চেয়ে প্রভাব ও অনিয়ম প্রাধান্য পাচ্ছে।

তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি গ্রাহকরা তাদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের মতো একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে এভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব বিস্তার করা হলে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হবে এবং সাধারণ গ্রাহক আস্থা হারাবে।

মানববন্ধনে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, ব্যাংক গ্রাহক, চাকরিপ্রত্যাশীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এলাকার খবর

সম্পর্কিত