৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

খবরপত্র ডেস্ক
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল ছবি: খবরপত্র
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল ছবি: খবরপত্র

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে নতুন করে ৫ আগস্টকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জাতীয় গুরুত্ব বিবেচনায় দিনদুটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করে আলাদা দুটি পরিপত্র জারি করে। ওই পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে দিবস দুটি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে দিবসগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।

তবে উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে পূর্বঘোষিত ৮ আগস্টের দিবসটি বাতিল করে নতুনভাবে ৫ আগস্টকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

বিষয়:

রাজনীতি
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত