বেনাপোল দিঘিরপাড় এলাকার মসজিদে এ বাইতুল আমানে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এক অনন্য উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসেন মসজিদটির সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম আসাদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মসজিদের উন্নয়ন ও সেবামূলক কাজে ভিন্নধর্মী চিন্তা ও কর্মপদ্ধতি গ্রহণ করে মুসল্লিদের মধ্যে আগ্রহ ও অনুপ্রেরণা জাগাচ্ছেন।
এদিন তাঁর পক্ষ থেকে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও খাদেম সাহেবকে একটি করে জায়নামাজ, ছাতা, টর্চলাইট, আতর ও মিসওয়াক উপহার প্রদান করা হয়।
উপহার পেয়ে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম অত্যন্ত খুশি প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও সেক্রেটারি সাইফুল ইসলাম আসাদের এ মহৎ চিন্তা ও কর্মধারার প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি মসজিদের উন্নয়ন এবং মুসল্লিদের কল্যাণে ভূমিকা রাখবেন।
সেক্রেটারি সাইফুল ইসলাম আসাদ বলেন, “মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম আমাদের নিত্যদিনের ধর্মীয় কার্যক্রমের মূল প্রাণ। তাঁদের প্রতি সম্মান প্রদর্শন ও যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব।”
স্থানীয় মুসল্লিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং মসজিদভিত্তিক ঐক্য ও ভ্রাতৃত্ব আরও জোরদার হবে।