আগুনে-পুড়ে-মৃত্যু-থেকে-বাঁচার-দোয়া

ধর্ম ডেস্ক। খবরপত্র
আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া, খবরপত্র ছবি:
আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া, খবরপত্র ছবি:


মানুষের জীবন নানা বিপদ-আপদে পরিপূর্ণ। কখন, কোথায় কীভাবে বিপদ এসে হাজির হবে—তা কেউই জানে না। আগুনে পুড়ে যাওয়া, দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপর্যয়—এসব থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআন-হাদিসে বিভিন্ন দোয়া ও আমলের নির্দেশনা রয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
“আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর। তাঁর কাছেই সব কিছু ফিরে যাবে। সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো ও তাঁর ওপর ভরসা রাখো।”
(সুরা হুদ, আয়াত: ১২৩)

বিপদ-আপদকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা হিসেবে পাঠান। কোরআনে ইরশাদ হয়েছে—
“আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফল-ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”
(সুরা বাকারা, আয়াত: ১৫৫)

এমনকি, সাহস ও ধৈর্যের পরীক্ষাও মানুষের জীবনের অংশ। আল্লাহ বলেন,
“তোমরা অবশ্যই তোমাদের জান ও সম্পদে পরীক্ষা সম্মুখীন হবে এবং মুশরিক ও আহলে কিতাবদের কাছ থেকে কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ও তাকওয়া অবলম্বন করো, তাহলে তা হবে বড় সাহসিকতার কাজ।”
(সুরা আলে ইমরান, আয়াত: ১৮৬)

আল্লাহ তায়ালা কখনোই মানুষের সাধ্যাতীত কষ্ট দেন না। কোরআনের ভাষায়,
“আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।”
(বাকারা, আয়াত: ২৮৬)

 আগুনে পুড়ে মৃত্যুর আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার দোয়া:

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন।
আগুনে পুড়ে যাওয়া, পানিতে ডুবে যাওয়া বা অন্যান্য দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য হাদিসে বর্ণিত একটি বিশেষ দোয়া রয়েছে, যা আবু দাউদ, নাসায়ি, হাকিমসহ বিভিন্ন হাদিসগ্রন্থে এসেছে।

আরবি দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি, ওয়া আউজুবিকা মিনাত তরাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামী, ওয়া আউজুবিকা অইয়াতাখাব্বাতানিশ শাইত্বানু ইংদাল মাউতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউজুবিকা আন আমুতা লাদীগান।

বাংলা অর্থ:

“হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই চাপা পড়ে মৃত্যু, গহ্বরে পতিত হয়ে মৃত্যু, পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যু, অতিরিক্ত বার্ধক্য এবং মৃত্যুর সময় শয়তানের প্রভাব থেকে। আমি আশ্রয় চাই আপনার পথে জিহাদে পলায়নরত অবস্থায় মৃত্যুবরণ এবং বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে।”

(সূত্র: আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১/৫৩১)

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত