রোববার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের যুবদলের পক্ষ থেকে সব কয়টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ষ
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি শ্মশান ঘাটের জন্যও আর্থিক সহায়তা দেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
বক্তব্যে শহীদুল ইসলাম শহীদ বলেন, “সরকার দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর মাধ্যমে সার্বিক নিরাপত্তা দিচ্ছে। সেই সঙ্গে আমরাও আর্থিক সহায়তা ও নিরাপত্তায় সহযোগিতা করছি। তাই ভক্তরা সাহসের সঙ্গে উৎসব উদযাপন করবেন।”
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে। পূজা উদযাপন কমিটিগুলোকে সতর্ক থাকতে হবে যেন কোনো অপকর্ম না ঘটে। আমাদের নেতৃবৃন্দরা সার্বক্ষণিকভাবে মণ্ডপে পাহারার দায়িত্ব পালন করবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি শামছুর রহমান বিষে, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, কন্যাদাহ ৬নং ওয়ার্ডের সভাপতি হজরত আলী, বিএনপি কর্মী আশানুর রহমান, যুবদল নেতা লালটু, জাহাঙ্গীরসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উলাশী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরমাল মজুমদার ও সাধারণ সম্পাদক মিলন দে বিএনপি নেতাদের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করেন।