ইমরান খানের মৃত্যুর গুজব

আন্তর্জাতিক ডেস্ক :
ইমরান খানের মৃত্যুর গুজব ছবি: সংগৃহীত
ইমরান খানের মৃত্যুর গুজব ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী ইমরান খানকে ঘিরে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব। কেউ দাবি করছে, তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছে; আবার কেউ বলছে, তিনি কারাগারেই মারা গেছেন। এসব গুজব এক রাতেই পাকিস্তানজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত দুই বছরেরও বেশি সময় ধরে ইমরান খান দুর্নীতির অভিযোগে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি উচ্চ নিরাপত্তা জোনে রাখা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হঠাৎ করে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি বন্ধ হয়ে যাওয়ায় আরও সন্দেহের সৃষ্টি হয়।

এসব গুজবের পরিপ্রেক্ষিতে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে জানিয়েছে, ইমরান খান “সম্পূর্ণ সুস্থ” এবং কারাগারের নিয়মানুযায়ী তার সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। কারা কর্মকর্তারা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “ইমরান খান নিরাপদেই আছেন। তাকে কোথাও স্থানান্তর করা হয়নি। তিনি মৃত্যুবরণ করেছেন—এ তথ্য সম্পূর্ণ মিথ্যা।”

অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খানও এসব গুজবকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, “আমার ভাইয়ের মৃত্যু নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সবই মিথ্যা। পরিবারকে তিন সপ্তাহ ধরে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।”

ইমরান খানের কারাবন্দী অবস্থায় মৃত্যুর গুজব এটি প্রথম নয়। অতীতেও অনুরূপ খবর ছড়িয়েছে। তবে এবার গুজবটি বেশি ছড়ানোর অন্যতম কারণ হলো, এই মাসে ইমরান খানের পরিবার ও দলের সিনিয়র নেতাদের তাকে দেখার অনুমতি প্রদান করা হয়নি।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, ইমরান খানের স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। দলটির দাবি—সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে ‘অবহেলা’ করা হচ্ছে এবং তথ্য গোপন করার চেষ্টা চলছে।

গুজবটি ছড়িয়ে পড়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। তবে সরকারি ও কারা প্রশাসনের বক্তব্য অনুযায়ী ইমরান খান বর্তমানে সুস্থই আছেন এবং কারাগারেই অবস্থান ।

এলাকার খবর

সম্পর্কিত