করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃত্যু ২৭ জনের, আগেই ছিল ঝুঁকিপূর্ণ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃত্যু ২৭ জনের, আগেই ছিল ঝুঁকিপূর্ণ ঘোষণা ছবি: খবরপত্র
করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃত্যু ২৭ জনের, আগেই ছিল ঝুঁকিপূর্ণ ঘোষণা ছবি: খবরপত্র

 

পাকিস্তানের করাচিতে লিয়ারি এলাকার ফিদা হুসাইন শেখা রোডে পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারী সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং ধ্বংসস্তূপের প্রায় পুরোটাই সরিয়ে ফেলা হয়েছে।

সরকারি উদ্ধার সংস্থা ইদারা-ই-আমদাদ-ও-নাজাত-এর মুখপাত্র হাসান উল হসীব খান বলেন, “ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই বলে ধারণা করা হচ্ছে। আজ বিকেলের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করা হবে।”

স্থানীয় প্রশাসন জানায়, ভবনটি ৩০ বছরের পুরোনো এবং ২০২২ সাল থেকে একাধিকবার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য নোটিশও ইস্যু করা হয়েছিল। তবে কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, তাঁরা এ ধরনের কোনো নোটিশ পাননি।

ভবন ধসের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে প্রচণ্ড শব্দ হয়, এরপর ভবনটি মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায়। সরু গলিপথে থাকা এই ভবনটিতে পৌঁছাতে গিয়ে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে বাধার সম্মুখীন হন। পরে ভারী যন্ত্রপাতির সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা হালনাগাদ করে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, করাচিতে নকশাবিহীন নির্মাণ, দুর্বল নির্মাণসামগ্রী ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত